বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নোয়াখালীর দাদপুর গ্রামের প্রতিপক্ষের গুলিতে মো. রুবেল নামক এক যুবক গুরুতর আহত হয়। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহত রুবেল নোয়াখালী জেলার সুধারাম উপজেলার দাদপুর গ্রামের মো. হানিফের ছেলে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গণমাধ্যমে নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে একে অন্যের ওপর হামলা করে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সুধারাম থানা পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানান তিনি।