মায়ের মৃত্যুশোক কাটিয়ে আবারও শুটিং সেটে ফিরেছেন সদ্য প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। বৃহস্পতিবার বান্দ্রায় পরিচালক শশাঙ্ক খাইতান ও অভিনেতা ঈশান খাত্তারের সঙ্গে দেখা গেছে তাকে। জাহ্নবী ও ঈশান বান্দ্রায় কয়েক দিন শুটিং করবেন। গত ডিসেম্বরে শুরু হওয়া সিনেমাটির শুটিংয়ের অর্ধেকটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে।
একসময় বলিউডে রাজত্ব করেছেন জাহ্ণবীর মা শ্রীদেবী। অভিনয় আর নাচ দিয়ে গত শতকের আশি আর নব্বই দশকের হিন্দি ছবির দর্শকদের মাতিয়ে রেখেছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি অকাল মৃত্যু হয় তার।
অভিনয়ে জগতে জাহ্নবীর হাতেখড়ি মা শ্রীদেবীর হাত ধরেই। তাই নিজের প্রথম ছবির শুটিং মাঝপথে থাকতেই মাতৃহারা হয়ে আজ সত্যি খুব একা জাহ্নবী কাপুর। তাই তার মা কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর পর গুজব রটেছিল যে জাহ্নবী কিছুদিনের জন্য সিনেমা থেকে বিরতি নেবেন। কিন্তু মায়ের মৃত্যুশোক কাটিয়ে সিনেমার বাকি কাজ শেষ করতে ইতোমধ্যে শুটিং সেটে ফিরেছেন জাহ্নবী। আগামী ২৪ জুলাই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
পরিচালক শশাঙ্ক খাইতান বলেন, শুটিং ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখন বান্দ্রায় শুটিং চলছে। এরপর কলকাতা যাওয়া যেতে হবে। তবে জাহ্নবীকে নিজের মতো করে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে।