রাজবাড়ীর সদর উপজেলায় মালবাহী ট্রেনের ধাক্কায় বুলি কর্মকার নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২ আগস্ট) সকালে দাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই এলাকার কমল কর্মকারের স্ত্রী। রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে দাদপুর এলাকায় রেললাইন পার হচ্ছিলেন বুলি কর্মকার। এসময় রাজবাড়ী থেকে পোরাদাহ রুটের একটি পাথরবোঝাই ট্রেন ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃদ্ধার অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।