সোমবার দুপুরে মাস্ক ছাড়াই বাড়ি থেকে বের হয়ে বিপাকে পড়ে মৌলভীবাজারের কুলাউড়ার মো. দেলোয়ার, হাসান ও আহমদ নামের তিন যুবক। এ সময় তারা স্থানীয় বাজারে ঘোরাঘোরি করতে যেয়ে সম্মুখীন হন একই সময়ে বাজারে অভিযান চালানো ভ্রাম্যমাণ আদালতের।
শাস্তি হিসেবে তাদেরকে নিজ খরচায় কলম ও খাতা কিনে আনতে বলা হয় । তারপর ওই খাতায়ই তাদেরকে দিয়ে শতবার লেখানো হয় ‘মাস্ক পরিধান করে ঘর থেকে বের হবো’ কথাটি। লেখা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
অভিনব এই শাস্তি দেওয়ার ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজারে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র হতে জানা যায়, ওই তিন যুবক তাদের বাড়ি থেকে মাস্ক ছাড়াই বের হয়। এ সময় ম্যাজিস্টেট নাজরাতুন নাঈমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ব্রাম্মণবাজারে তাদের সামনে প্রকাশ্যে মুখে মাস্ক পরিধান ছাড়াই ঘোরাফেরা করছিল ওই তিন যুবক।
এতে আদালত তাদের ডেকে এনে মাস্ক পরিধানে বাধ্য করে। পরে এ তিনজনকে শাস্তির মুখোমুখি করা হয়। শাস্তি হিসাবে এই তিন যুবক নিজ খরচায় খাতা-কলম কিনে এনে এতে ১০০ বার ‘মাস্ক পরিধান করে ঘর থেকে বের হবো’ এ কথা লিখে তাদের শাস্তি ভোগ করতে হয়। তারপর তাদের আবারও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। ব্যতিক্রমধর্মী এমন শাস্তিতে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।