মাহমুদউল্লাহর কীর্তি

0

তৃতীয় টি-টোয়েন্টিতে ১২৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। বৃষ্টি ভেজা পিচে শুরু থেকেই ধুকতে থাকে ব্যাটসম্যানরা। সাকিব এদিনও ১৭ বলে ২৬ রান করেন। ১৩ বলে ১৯ করে রানআউটের কবলে পড়েন আগের ম্যাচের হিরো আফিফ হোসেন।

হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ওভারে অভিষিক্ত এলিসের প্রথম শিকারে পরিণত হবার আগে ৫৩ বলে খেলেন ৫২ রানের ইনিংস। সাদা চোখে টি-টোয়েন্টির স্বভাব বিরুদ্ধ ব্যাটিং মনে হলেও ম্যাচ ধরে রাখেন তিনি।

এক প্রান্ত আগলে রেখে ইকোনমি ঠিক রাখেন মাহমুদউল্লাহ। ধীরেসুস্থে এগিয়ে নেন রানের চাকা। শুরু থেকেই সাবধানী ব্যাটিং করেন বাংলাদেশ অধিনায়ক। পেয়ে যান পঞ্চম টি-টোয়েন্টি অর্ধশতকের দেখা।

অধিনায়ক হিসেবে এটি মাহমুদউল্লাহর প্রথম অর্ধশতক। বিপদের মূহুর্তে এমন ইনিংসে টাইগার বোলাররা লড়বার মতো যোগান পায়। এই ম্যাচে চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৯ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ হয় রিয়াদের।

এর আগে তামিম, সাকিব ও মুশফিক প্রবেশ করেন নয় হাজারি ক্লাবে। এবার বন্ধুদের ক্লাবে প্রবেশ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।