মুন্সিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

0
মুন্সিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

মুন্সিগঞ্জ সদর উপজেলার দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াজ উদ্দিন ঢালী (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শেহেরকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ শহরের উত্তর ইসলামপুর এলাকার মোতালেব ঢালীর ছেলে।

নিহত রিয়াজের পরিবার জানায়, বিকালে রিয়াজ মোটরসাইকেল চালিয়ে উত্তর ইসলামপুর থেকে মামার বাড়ি একই উপজেলার খাসেরহাট যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে শেহেরকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রিয়াজ রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলেন, “গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। দুর্ঘটনায় তার দুটি পা ভেঙে গিয়েছিল, মাথায়ও আঘাত ছিল। হাসপাতালে নিয়ে আসার কিছু সময় পরই তার মৃত্যু হয়। পরে নিহতের মৃতদেহ তার স্বজনরা নিয়ে যায়।”