মুভি রিভিউ- ‘ডুব’

0
ডুব

চরম মাত্রায় হতাশ। কিছুটা রাগান্বিত ও। এটা মুভি তো না,নাটক ও না। এটা জাস্ট ওয়েস্ট অফ টাইম। এত বাজে স্টোরি টেলিং আর ক্যামেরা ফ্রেমিং আমি জীবনে দেখিনাই। অনেক অনেক নেগেটিভ পয়েন্ট মুভির-
ডুব
১. পুরো মুভির ৭০% ডায়লগ এর সময় আকাশ,বাতাস,দেয়াল,সিড়ি এসব দেখান হয়েছে। মানে যখন যে ডায়লগ ডেলিভারি দিচ্ছে তাকে ফ্রেমে না রেখে অন্যকিছু দেখানো হচ্ছে। এটেনশন ধরে রাখা কষ্টকর।এক্সপ্রেশন দেখার কোন স্কোপ নাই। রেডিও তে রিলিজ দিলেই পারত।

২. হুমায়ুন আহমদ এর জীবনকাহিনী না জানলে আপনি মুভির মাথা মুন্ডু বুঝবেন না। সিকোয়েন্স ছাড়া কতগুলো সিন জোড়া দিলেই কি মুভি হলো?

৩. যে লোক বাংলা বলতে পারেনা তাকে দিয়ে বাংলা বলানোতে যাও কিছু ডায়লগ ছিল সেগুলোও অনুভূতিহীন, রোবটিক। পুরো মুভিতে ইরফান খানের ডায়লগ ৫০টা থাকলে ৪০টাই ইংলিশ। কোন সাবটাইটেল নেই। আমার পাশে বসা এক মধ্যবয়স্ক মহিলাকে তার মেয়ে অর্থ বলে দিচ্ছিল। অনেকেরই সেম প্রব্লেম হবার কথা।

৪.ট্রেলার যা,মুভিও তা। মানে ২-৩মিনিটের জিনিষ কে টেনে পৌনে দুই ঘন্টার মুভি বানানো হয়েছে।
পুরো মুভিতে পজিটিভ দিক হচ্ছে তিশার ৩-৪টা ইমশনাল সিন। যদিও তিশার এইইটাইপ এক্সপ্রেশন অন্যান্য নাটক-সিনেমায় বেশ কয়েকবার দেখেছে সবাই।
শেষ কথা,ফারুকি ভাই এটা মুভির নামে অখাদ্য ডকুমেন্টারি গেলাবে বুঝতে না পারে কিছু টাকা ও সময় অপচয় হল।

ব্যক্তিগত রেটিং- ২.৪/১০.

লেখকঃ Sheikh Rahman

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে