মঙ্গলবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর বাজারে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন নেভাতে গিয়ে মিজান মিয়া (৩৫), আবুল কালাম (২৮), দুলাল মিয়া (৩৫) নামের তিনজন আহতও হয়েছেন।
এই আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।
এলাবাসীদের থেকে জানা যায়, রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হওয়ার পর মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চতুরদিকে ছড়িয়ে পড়ে। ফলে কাপড়ের দোকান, ওষুধের দোকান, ডেকোরেটস, মনোহরি দোকান, চায়ের স্টল, সেলুনসহ ১০ দোকান মালামালসহ পুড়ে যায়। এছাড়াও আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
আগুন দেখে এলাকাবাসী এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দিলে মাধবপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মাধবপুর ফারার সার্ভিসের সাবঅফিসার মো. ইব্রাহিম জানান, ওখানে অবস্থিত হাবিব মিয়ার দোকানে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরবর্তীতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে জনতার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজান মিয়া জানান, মুহূর্তের মধ্যে আগুনে ওই এলাকার ব্যবসায়ীরা পথে বসে গেছে।