মেঘনা নদীতে ধরা পড়ল পাখির মতো বিশাল পাখার মাছ

0
মেঘনা নদীতে ধরা পড়ল পাখির মতো বিশাল পাখার মাছ

মেঘনা নদীতে ধরা পড়েছে প্রায় ২২ কেজি ওজনের একটি সামুদ্রিক মাছ। বিশাল পাখা থাকা অচেনা মাছটিকে স্থানীয়ভাবে ডাকা হচ্ছে পাখি মাছ বলে। এলাকায় দেখা যাওয়া সম্পূর্ণ নতুন মাছটি ধরা পড়ে মো. রিপন মাঝি নামের এক স্থানীয় জেলের জালে। পরে মাছটি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে ৩৫০ টাকা কেজি দরে সাড়ে সাত হাজার টাকায়।

প্রায় সাত ফুট লম্বা পাখির মাছটি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারির হাটের জারির দোনা মাছঘাট এলাকায় তোলার পর এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়। নতুন এ মাছটি একনজরে দেখতে ভিড় করেন অসংখ্য উৎসুক জনতা।

সামুদ্রিক বিশেষজ্ঞদের মতে মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশ বলা হয়। এর বৈজ্ঞানিক নাম Istiophorus platypterus। সেইল যুক্তরাষ্ট্র সরকারের ন্যাশনাল ওশান সার্ভিসের তথ্য মতে, সেইল ফিশ মহাসাগরের সবচেয়ে দ্রুতগতির প্রাণী বলে অনেক মৎস গবেষকদের ধারণা। এটি ঘণ্টায় প্রায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে পারে। পাখির মতো বিশাল পাখাওয়ালা এই মাছটি শিকারের কাছে এসে নিজের রং পরিবর্তন করতে পারে।