মেরিনড্রাইভে পাওয়া গেল অজ্ঞাত লাশ

0
মেরিনড্রাইভে পাওয়া গেল অজ্ঞাত লাশ

কক্সবাজার জেলার টেকনাফ মেরিনড্রাইভ থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করেছে প্রশাসন।

বুধবার বেলা ১১টায় মেরিনড্রাইভের কচ্ছপিয়া এলাকার এক কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের পশ্চিম পাশে মেরিনড্রাইভ সড়কের এক কালভার্টের নিচ থেকে লাশটি পাওয়া যায়। স্থানীয় কয়েকজন লাশটি দেখে পুলিশকে অবগত করেন।

বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ গণমাধ্যমকে জানান, আজ সকাল ৮টার দিকে লাশটি দেখে স্থানীয়রা আমাদের খবর দেন। অতঃপর লাশটি উদ্ধার করা হয়। পাঞ্জাবি-পায়জামা পরা লাশটির কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই। তবে নাকে-মুখে রক্ত বের হওয়ার চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।