মেসির বিদায়ে নানান মুনীর নানান মত। কেনো বার্সেলোনা ছাড়লেন মেসি? কাতালান ক্লাবটি কি চাইলেই মেসিকে রাখতে পারতো না? ব্লু গ্রানা জার্সি গায়ে চাপাতে অর্ধেক বেতন কমিয়ে হলেও থাকতে চেয়েছিলেন লিওনেল মেসি।
সার্বিক বিষয়ে কথা বললেন বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তে। মেসির বিদায় সংক্রান্ত ব্যাপারে কথা বলতে শুক্রবার সংবাদ সম্মেলনের ডাক দেয় বার্সেলোনা। লাপোর্তে বলেন, ক্লাবের স্বার্থে মেসিকে রাখা সম্ভব হয়নি।
“আমরা মেসিকে ছাড়তে চাইনি। ক্লাবের আর্থিক ও কাঠামোগত কিছু প্রতিবন্ধকতায় তা সম্ভব হচ্ছে না। মেসিকে রাখলে ৫০ বছরের জন্য ঝুঁকিতে পড়তো বার্সা। ক্লাবের স্বার্থ আগে। কারও জন্য ক্লাবকে বিপদে ফেলতে পারি না।”
সংবাদ সম্মেলনে সব খোলাসা করেন হুয়ান লাপোর্তে। মেসির প্রতি ক্লাবের ভালোবাসা সবসময় থাকবে। সবকিছুর জন্য মেসিকে ধন্যবাদ জানিয়েছেন বার্সা প্রেসিডেন্ট।