সালিশের মাধ্যমে বিরোধ মেটার বদলে ঘটলো সংঘর্ষ, নিহত ১

0
সালিশের মাধ্যমে বিরোধ মেটার বদলে ঘটলো সংঘর্ষ, নিহত ১

শুক্রবার জুমার নামাজ শেষে সুনামগঞ্জের ছাতকে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধকে কেন্দ্র করে গ্রামবাসী একটি সালিশ বৈঠকের আয়োজন করলে সেসময় মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে কিল-ঘুষিতে লোকমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে।

উপজেলার ছৈলাআফলাবাবাদ ইউপির শেখপাড়া গ্রামে ঘটিত এ ঘটনায় নিহত লোকমান ছৈলাআফলাবাবাদ ইউপির শেখপাড়া গ্রামের মৃত মফিজ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে লোকমান ও একই গ্রামে বশির ও নুরুল আলমের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। পরে শুক্রবার বাদ জুম্মা দুই পক্ষের মধ্যে বিরোধ নিয়ে গ্রামবাসী এলাকার মসজিদের সামনে সালিশে বসেন। এই সালিশ বৈঠক চলাকালীন সময়ে জবানবন্দি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ সময় জমির কাগজপত্র সঠিক বলায় একই গ্রামের বশির, নুরুল আলম ও লোকমানের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে তারা কিলঘুষি মারায় লোকমান জ্ঞান হারিয়ে ফেলেন। পরে লোকমানকে গ্রামবাসী উদ্ধার করে সিলেটের বিশ্বনাথ উপজেলার হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরে ওই থানার ওসি শেখ নাজিম উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।