শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকার আর্মি স্টেডিয়ামে আনা হয়েছে মেয়র আনিসুল হকের মরদেহ। সেখানে তার কফিনে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। প্রথমে আনিসুল হকের মরদেহে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
আজ শনিবার বিকাল ৩টা ২০ মিনিটে তার মরদেহ বনানীর বাসভবন থেকে আর্মি স্টেডিয়ামে পৌছায়। রাষ্ট্রপতির পর সেখানে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফসহ ক্ষমতাসীন দলের নেতারা।
মেয়রকে শেষবারের মতো দেখতে দুপুরের আগ থেকেই জনসাধারণ আর্মি স্টেডিয়ামে আসতে থাকে। ইতোমধ্যে হাজার হাজার শোকাহত মানুষ সেখানে জড়ো হয়েছেন।
আর্মি স্টেডিয়ামে অবস্থান করছেন মন্ত্রিসভার সদস্যবৃন্দসহ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও রয়েছেন। এছাড়া সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়েছেন মেয়রকে শেষ বিদায় জানাতে।