জামালপুরে সোনালী ব্যাংকের শাখায় গিয়ে টাকা জমা দেয়ার সময় ছানোয়ারা বেগম (৫০) নামে এক নারীর টাকা চুরির অভিযোগ উঠেছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছানোয়ারা বেগম বলেন, “আমার মেয়ের জমানো দেড় লাখ টাকা বিকালে সোনালী ব্যাংকে জমা দিতে যাই। এ সময় কৌশলে আমার ব্যাগে থাকা টাকা চুরি করে নিয়ে যায়।” তার ধারণা, দুইজন বোরকা পরিহিত নারী ব্যাংকের নিচতলার ক্যাশ কাউন্টারের উত্তর পাশে ঘোরাফেরা করছিল। তারাই হয়ত টাকাগুলো চুরি করেছে।
সোনালী ব্যাংক জামালপুর শাখার এজিএম মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিসি ক্যামেরার ফুটেজে ছানোয়ারা বেগমের সন্দেহভাজন বোরকা পরিহিত ওই দুই নারীকে দেখা গেছে। শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জামালপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ তারা পায়নি। পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।