ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শনিবার ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে জাহেরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, রাত ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধা মারা যান। নিহত জাহেরা খাতুনের স্বামী ওই উপজেলার টিঘরের মৃত সুনাব আলী মারা গেছেন আরো অনেক আগেই।
এ বিষয়ে নিহতের জামাতা শাকিল মিয়া জানান, দুপুরে অটোরিকশাযোগে সরাইল থেকে তাদের বাড়ি সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে আসছিলেন তার স্ত্রী হানিছা বেগম, মা, শিশু সন্তান ও শ্বাশুড়ি। কিন্তু পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া মোড়ে বিপরীত দিক থেকে একটি বাস আসতে দেখে ওই অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে তা সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।
তিনি আরও জানান, বাকিরা সবাই সামান্য আঘাত পেলেও তার শ্বাশুড়ি গুরুতর আহত হওয়ায় প্রথমে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার শ্বাশুড়ি মারা যান।
এদিকে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।