চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলযোগে ছাগল চুরি করে পালানোর সময় দুইজনকে গ্রেফতার করেছে বিজিবি। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার বিকালে সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ওপর থেকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ নতুনপাড়ার অরশেক আলীর ছেলে বকুল হোসেন (৩২) ও রামকৃষ্টপুরের সারবান আলীর ছেলে মো. নয়ন (২৬)। বুধবার সন্ধ্যায় বিজিবি তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপার্দ করেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, মোটরসাইকেলযোগে একটি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল দুই যুবক। চেকপোস্টে বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করে। ছাগলের বিষয়ে সদুত্তর দিতে না পারায় তাদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছাগল চুরির কথা স্বীকার করেছেন। এ ঘটনায় একটি চুরির মামলা হয়েছে।