মোবাইল চুরির দায়ে নির্যাতনের ভিডিও ভাইরাল

0
মোবাইল চুরির দায়ে নির্যাতনের ভিডিও ভাইরাল

গত বুধবার (১৪ জুলাই) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিম পাড়ায় ‘মোবাইল চুরির’ অভিযোগ তুলে দুই যুবককে এক সঙ্গে রশি দিয়ে পিছমোড়ায় বেঁধে লাঠি দিয়ে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

মারধরকারীদের একজন হলেন হাকিম পাড়ার মুফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম এবং অপরজন মৃত মজু মিয়ার ছেলে আব্দুস সালাম।

এদিকে মারধরে শিকার একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় এখনো পাওয়া যায় নি। জানা যায়, পরিচয় পাওয়া যুবক নুরুল আলম পালংখালী ইউনিয়নের হাকিম পাড়ার বাসিন্দা।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিও চিত্রে দেখা গেছে, দুই যুবককে এক সঙ্গে রশিতে পিছমোড়া করে হাত বেঁধে লাঠি দিয়ে মারধর করছে দুই ব্যক্তি। মারধরকারী ব্যক্তিরা নির্যাতন করার সময় ওই দুই যুবকের কাছ থেকে মোবাইল চুরির কথা স্বীকার করানোর চেষ্টা করছিল। মারধরের এক পর্যায়ে ওই দুই যুবককে মাটিতে ফেলে নির্যাতন চালায় নির্যাতনকারীরা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বেশকিছু সংখ্যক লোকজন মারধরের ওই দৃশ্য ভিডিও করে তা ফেসবুকে ছেড়ে দেন।

এ বিষয়ে উখিয়ার থানার ওসি মঞ্জুর মোরশেদের সাথে কথা বললে জানা যায়, এ ধরণের একটি ঘটনা তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে জানতে পেরেছেন। ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।