ময়মনসিংহে একদিনে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু

0
ময়মনসিংহে একদিনে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এ পর্যন্ত এ হাসপাতালে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯জন ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও আইসিইউতে ১৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪৫৬ জন চিকিৎসাধীন। নতুন ভর্তি ৮৪ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ জন।