১ সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহে পাইকারি ও খুচরা বাজারে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বেড়েছে চালের দাম। একই সাথে বেড়েছে সব ধরনের মাছের দামও।
শনিবার (১৭ জুলাই) দুপুরে নগরীর প্রধান কাঁচাবাজার মেছুয়াবাজার ঘুরে এ তথ্য জানা যায়।
মেছুয়া বাজারের চাল ব্যবসায়ী দীলিপ সাহা বলেন, “বাজারে ধানের দাম বেশি, চালের আমদানি কম। তাই গত সপ্তাহের তুলনায় সব ধরনের চালের দাম কিছুটা বেড়েছে।”
তিনি আরো জানান, সপ্তাহের তুলনায় নাজির শাইল চালের প্রতি কেজিতে ২ টাকা বেড়ে হয়েছে ৬২ টাকা, পাইজাম ৪ টাকা বেড়ে ৫৪ টাকা, আটাশ ৩ টাকা বেড়ে ৫০ টাকা, ঊনত্রিশ ৪ টাকা বেড়ে ৫৪ টাকা, মিনিকেট ২ টাকা বেড়ে ৬২ টাকা, ইরি আতপ ২ টাকা বেড়ে ৪৬ টাকা, বিরই ৪ টাকা বেড়ে হয়েছে ৬৪ টাকা।
মেছুয়াবাজারের মাছ বিক্রেতা মিলন মিয়া জানান, গত সপ্তাহের তুলনায় বাজারে মাছের দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় ছোট শিং মাছ কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে হয়েছে ৩৫০ থেকে ৩৮০ টাকা কেজি, বড় শিং মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি, বড় টেংরা ৫০০ থেকে ৫২০ টাকা, পাবদা ৩৮০ থেকে ৪০০ টাকা, কৈ-মাছ ১৫০ থেকে ২০০ টাকা, রুই ২৮০ থেকে ৩০০ টাকা, পাঙ্গাশ মাছ ১০০ থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা।
ওই বাজারের পাঁচতারা সবজি বিতানের বিক্রেতা আমিরুল জানান, কচুরমুখি প্রতি কেজি ২৫ টাকা, গাজর ৭০ টাকা, শসা ৩০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৩০ টাকা, পেঁপে ২৫ টাকা, বরবটি ৫০ টাকা, পটল ২৫ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা, জিঙে ৩০ টাকা, লতা ৩০ টাকা, চিচিঙ্গা ২৫ টাকা, কাঁচকলা হালি ২০ টাকা, লেবু ১৬ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।