ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের রাজপাশা মাদরাসা সংলগ্ন জামে মসজিদে তাবলিগ জামাতের ছয় সদস্যকে রবিবার দিবাগত রাত ১টার দিকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। পরে সোমবার সকালে তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জামাতের ওই ছয় সদস্যরা হলেন- আক্কাস আলী, লিয়াকত হোসেন, মো. আব্দুলাহ, আবুল হাসেম, আলাল হোসেন ও আশ্রাফুল ইসলাম।
এ বিষয়ে মো. শহিদুল্লাহ নামের তাবলিগ জামাতের এক সদস্য জানান, শনিবার সকালে ময়মনসিংহের ফুলপুর থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্যর একটি দল ওই মসজিদে আসেন। পরবর্তী দিন দিনগত রাত ১টার দিকে তাদের ওই দলের ছয় সদস্যের নাকে চেতনানাশক স্প্রে করে সর্বস্ব লুট করে নিয়ে যায় অজ্ঞাতরা। পরে দলের অন্য সদস্যরা এ ঘটনা টের পেয়ে তাদের সদর হাসপাতালে নিয়ে যান।
এদিকে শেখেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ফোরকান আলী জানান, বিষয়টি তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিচ্ছে।