যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেরুতে ৪৬ জনের প্রাণহানি

0
পেরু

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে জানা গিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে মঙ্গলবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। একটি যাত্রীবাহী বাস খাড়া পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচের পাথুরে সৈকতে পড়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনা ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ।
পেরু

জানা যায় ৫৭ জন আরোহী নিয়ে রাজধানী লিমার উত্তরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রশান্ত মহাসাগরীয় সংকীর্ণ ওই সড়কটিকে পেরুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক বলে মনে করা হয়। স্থানীয়ভাবে সড়কটি ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত। এই নামের বাংলা অর্থ দাঁড়ায় শয়তানের মোড়।

দুর্ঘটনার পর পাথুরে সৈকতে নিহতদের মরদেহ ছড়িয়ে থাকতে দেখা গেছে। এক বিবৃতিতে এ প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছে পেরুর প্রেসিডেন্ট পেদ্রো পাবলো।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে