যাত্রী সেজে সিএনজি অটোরিকশা ছিনতাই ছিলো তাদের কাজ

0

শনিবার দিবাগত রাতে ফেনীতে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকালে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে রবিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ফেনীর বিভিন্ন স্থানে যাত্রীবেশে সিএনজি ছিনতাই করে আসছিলো কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাই গোপন সূত্রের ভিত্তিতে শনিবার দিবাগত রাত ১১টার দিকে মধ্যম মধুপুর এলাকায় অভিযান চালায় ফেনীর র‌্যাব-৭ এর একটি দল। সেসময়ে স্থানীয় পৌর কাউন্সিলরের কার্যালয়ের সামনে সিএনজি ছিনতাই করতে দেখা যায় কিশোর গ্যাংয়ের ওই চার সদস্যদের। পরে তাদের ধাওয়া করে গ্রেফতার করে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হচ্ছেন-ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মধুপুর এলাকার আবু আহাম্মদ হারেছের ছেলে ফারহান আহম্মেদ পারভেজ (১৯), বালিগাঁও ইউনিয়নের নুর আলমের ছেলে রুবু তাহসিন (১৯), কাতালিয়া গ্রামের রহিম উল্লাহর ছেলে আজাহার উদ্দিন (১৯) ও ফেনী শহরের পাঠাননগর এলাকার শাহজাহানের ছেলে তানজিম হাসান (১৯)।

এ বিষয়ে ফেনী র‌্যাব-৭ এর অধিনায়ক আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, ‘আমরা গ্রেফতার কিশোর গ্যাংয়ের সদস্যদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহারিত ফোল্ডিং ব্লেড, খুর ও কাঁচি উদ্ধার করেছি। তারা যাত্রীবেশে নিয়মিত সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করতেন বলে আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।’

রবিবার ফেনী মডেল থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।