যুক্তরাষ্ট্রের ১২৮টি পণ্যের ওপর শুল্ক আরোপ করায় চীনের সমালোচনা করেছে হোয়াইট হাউস। হাউসের মুখপাত্র লিন্ডসে ওয়াল্টারস বলেন, চীন অন্যায্যভাবে শুল্ক আরোপ করেছে। চীনের এই অন্যায্য বাণিজ্য বন্ধ করা উচিত যা মার্কিন নিরাপত্তায় আঘাত হানবে এবং বিশ্ব বাজারের পতন ঘটাবে।
এদিকে যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত চুই তিয়ানকাই এক টিভি সাক্ষাত্কারে বলেছেন, চীন তার বাণিজ্য স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাই যুক্তরাষ্ট্র যেভাবে চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করবে, একই পথে হাঁটবে চীনও। চীন তার বুদ্ধিবৃত্তিক সম্পদ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। – সিএনএন