রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা এক হাজার ৪৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৯১ জনের।
সোমবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মোতাহারুল ইসলাম বলেন, নতুন আক্রান্তদের মধ্যে রংপুরের ৫ জন, পঞ্চগড়ের ১ জন, নীলফামারীর ৩ জন, কুড়িগ্রামের ১ জন, ঠাকুরগাঁওয়ের ৪ জন, দিনাজপুরের ৩ জন ও গাইবান্ধার ২ জন রয়েছেন।
তিনি আরো বলেন, এ সময়ে বিভাগে এক হাজার ৫৩১ জনের নমুনা পরীক্ষা করে রংপুরের ১০২ জন, পঞ্চগড়ের ৩৮ জন, নীলফামারীর ৩৬ জন, লালমনিরহাটের ২১ জন, কুড়িগ্রামের ৪২ জন, ঠাকুরগাঁওয়ের ৫৫ জন, দিনাজপুরের ৬৩ জন, গাইবান্ধার ৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র হতে জানা যায়, বিভাগে এখন পর্যন্ত এক হাজার ৪৩ জন মারা গেছেন। এর মধ্যে দিনাজপুরের ২৯৬ জন, রংপুরের ২৩৭ জন, ঠাকুরগাঁওয়ের ২০১ জন, নীলফামারীর ৭৫ জন, পঞ্চগড়ের ৬৫ জন, কুড়িগ্রামের ৫৮ জন, লালমনিরহাটের ৫৭ জন ও গাইবান্ধার ৫৪ জন রয়েছেন।
বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১৩ হাজার ৩৯৩ জন, রংপুরে ১১ হাজার ৫১ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫৬০ জন, গাইবান্ধায় ৪ হাজার ১৯১ জন, নীলফামারীর ৩ হাজার ৯৭১ জন, কুড়িগ্রামে ৪ হাজার ৩৭ জন, লালমনিরহাটে ২ হাজার ৪৩৮ জন এবং পঞ্চগড়ে ৩ হাজার ১০১ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ৫২৬ জনে।