রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদের পদত্যাগ

0
মেয়র সরফুদ্দিন আহমেদের পদত্যাগ

আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু করপোরেশনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন। মঙ্গলবার সকালে মেয়র দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেন তিনি।

মেয়র সরফুদ্দিন আহমেদের পদত্যাগ

সিটি করপোরেশনের মেয়র পদত্যাগের ফলে এখন থেকে নতুন মেয়র না আসা পর্যন্ত সিটি করপোরেশন চালাবে প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়োগ প্রাপ্ত প্রশাসক।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আকতার হোসেন আজাদ জানান, মেয়র আজ সকালে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছেন। তার পদত্যাগ পত্র বিমানযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর নিকট পাঠানো হয়েছে। তিনি আরও জানান, নতুন মেয়র না বসা পর্যন্ত স্থানীয় মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সিটি করপোরেশন চলবে।

মেয়র ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের মধ্যে পদত্যাগ গৃহিত হওয়ার কাগজ রংপুরে এসে পৌঁছালে কাল তিনি নির্বাচন অফিসে তার মনোনয়ন পত্র দাখিল করবেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে