গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামপুরে রহিমা ইস্পাত নামের একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ শ্রমিক দগ্ধ হয়েছেন।
দগ্ধদের তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, রহিমা ইস্পাতে লোহা গলানোর চুলা (যা বার্টি নামেও পরিচিত) বিস্ফোরিত হয়। এ সময় কর্মরত সাত শ্রমিক আগুনে দগ্ধ হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাত আড়াইটার দিতে শ্রমিকদের ঢামেকে আনা হয়।
দগ্ধ শ্রমিকরা হলেন-নজরুল ইসলাম (২৮), গাফফার (২৪), আহমেদ আলী (৩০), জামাল (৩৩), সোহেল (৪৫), রমজান (২৯) ও শামীম (৪২)।
এর মধ্যে নজরুল ইসলামের শরীরের ১৫%, গাফফার ও আহমেদ আলীর ১২% পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।