রাজধানীর লেকহেড স্কুল আরও এক সপ্তাহ বন্ধ থাকবে

0
রাজধানীর লেকহেড স্কুল আরও এক সপ্তাহ বন্ধ থাকবে

আরও এক সপ্তাহ বন্ধ থাকবে জঙ্গিবাদ ও উগ্রবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বন্ধ থাকা রাজধানীর গুলশান ও ধানমণ্ডির লেকহেড গ্রামার স্কুলের দু’টি শাখা। স্কুল পরিচালনার জন্য এই সাত দিনের মধ্যে একটি কমিটি গঠন করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রাজধানীর লেকহেড স্কুল আরও এক সপ্তাহ বন্ধ থাকবে

আজ প্রধান বিচারপতির দায়িত্ব পালনকারী বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়ার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। স্কুল পক্ষের আইনজীবী এ এফ হাসান আরিফ গণমাধ্যমকে এ তথ্য জানান।

লেকহেড স্কুলের ম্যানেজমেন্ট ও শিক্ষক-শিক্ষিকা কেউ জঙ্গিবাদের সঙ্গে সংশ্লিষ্ট কি না- সে বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রতিবেদন পৌঁছানোর পর প্রতিবেদনগুলোর ওপর গত রবিবার দিন শুনানি করার পর আদেশের এই দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে রাজধানীর ধানমণ্ডির এই স্কুলটি বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট করে স্কুল কর্তৃপক্ষ। হাইকোর্ট স্কুলটি খুলে দেয়ার নির্দেশ দিলে এই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে