আজ রবিবার পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালনের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হচ্ছিল।
জানা যায়, রবিবার সকাল সাড়ে নয়টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কয়েকজন কোটা সংস্কার আন্দোলনকারী ব্যানার নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী সেখানে উপস্থিত হন। ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ব্যানার কেড়ে নিয়ে ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যান। এসময় গ্রন্থাগার চত্বরে কয়েকজনকে লাঠি দিয়ে মারধর করেন তারা।
পরে সকালের হামলার প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে আবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অবস্থান নিয়ে মিডিয়াতে আন্দোলনের কথা বলছিলেন আন্দোলনকারীরা। এসময় তাদের ওপর আবার হামলা চালান ছাত্রলীগ নেতাকর্মীরা।
আন্দোলকারীরা বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালানোর চেষ্টা করেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর, পরিবহন মার্কেটের আমবাগান, চতুর্থ বিজ্ঞান ভবন ও শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে আন্দোলনকারীদের কয়েক দফা মারধর করেন। এতে ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে।
হামলার বিষয়ে কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার যুগ্ম-আহ্বায়ক মোর্শেদুল আলম বলেন, ‘পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আমরা গ্রন্থাগারের সামনে মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে আমাদের ওপর হামরা করা হয়। হামলায় কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।’
ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘কয়েকজন ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তাদের সরিয়ে দেয়া হয়েছে।’