লক্ষ্মীপুর জেলায় চলাচলের অনুপোযোগী কাঁচা রাস্তা সংস্কার করে চাহিদা মতো টাকা না পেয়ে মারধরের কবলে শফিক মোল্লা নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
শুক্রবার সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিক ওই এলাকার মজিদ মোল্লার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, চররমনী মোহন গ্রামের একটি কাঁচা রাস্তা বৃষ্টির ফলে চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। সম্প্রতি স্থানীয় তৌহিদ হোসেন ও মমিন উল্যা সহ আরও কয়েকজন যুবক মিলে রাস্তায় বালু দিয়ে সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন। অতঃপর ওই রাস্তায় চলাচলকারী যানবাহন চালকদের কাছ থেকে বিভিন্ন পরিমাণ টাকা তুলেন তারা। শুক্রবার বিকেলে অটোরিকশাচালক শফিক ও মিন্টু নামে এক মোটরসাইকেল আরোহী রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় তৌহিদ ও মমিনের লোকজন তাদের কাছ থেকে ২০০ টাকা দাবি করে। কিন্তু তারা ১০০ টাকা দিয়ে চলে যায়। সন্ধ্যায় ফেরার পথে তারা আবার সফিকের রিকশার গতিরোধ করে এবার ৫০০ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় তৌহিদ ও মমিনসহ তাদের সহযোগীরা তাকে বেধড়ক মারধর করেন। আহত অবস্থায় বাড়ি গিয়ে তিনি কয়েকবার বমি করে এবং রাত ৮টার দিকে মারা যান।
পরে শফিকের মৃতদেহ রাত সাড়ে ১২ টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় স্থানীয় প্রশাসন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান গণমাধ্যমকে বলেন, ১০০ টাকা নিয়ে শফিক ও অভিযুক্তদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরে শফিক মারা যান। ঘটনার তদন্ত করে প্রয়োজনমত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।