রিয়াদ চান সবকটি ট্রফি দেশে আনতে

0
মাহমুদুল্লাহ রিয়াদ

জিম্বাবুয়ে সফরে কালকের আগে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলিয়ে সিরিজের সকল ম্যাচে জয়ী দলের নাম বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি সাবধানী শুরু, অতঃপর চওড়া ব্যাটিংয়ে সহজ জয়। আত্মবিশ্বাস ফুলেফেঁপে উঠে, ফলাফল দ্বিতীয় ম্যাচে ২০ রাবের পরাজয়।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বললেন ভিন্ন কথা। প্লেয়ারদের অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল না। একটা ৩০ আর একটা ৫০ রানের জুটির অভাবে পরাজয় বরণ করে টাইগররা। রিয়াদ চান, শেষ ম্যাচে জয় তুলে নিয়ে তিন সিরিজ জিতে দেশে ফিরতে।

প্রথম ম্যাচে তিন, চার ও পাঁচ নম্বর পজিশনে যথাক্রমে রিয়াদ, সোহান ও আফিফ নামলেও পরের ম্যাচে নামানো হয় শেখ মেহেদী, সাকিব ও রিয়াদকে। কেনো ভাঙ্গা হলো উইনিং কম্বিনেশন, অধিনায়ক জবাব দিলেন ভ্যারিয়েশন আনতে।

হারলেও অধিনায়ক প্রশংসা করলেন অভিষিক্ত শামীমের। আগামীকাল (২৫ জুলাই) অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। ১-১ সমতায় থাকা সিরিজে ম্যাচটি অলিখিত ফাইনাল।