রূপগঞ্জে প্রাইভেট কার ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৩জনের

0
নারায়ণগঞ্জ Narayanganj (1)

নারাণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। গতকাল রবিবার মধ্যরাতে কাঞ্চন-কুড়িল (এশিয়ান হাইওয়ে) সড়কের আমলাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনই প্রাইভেট কারের যাত্রী ছিলেন। নিহত ব্যক্তিরা হলেন গাজীপুরের টঙ্গী এলাকার খলিলুর রহমানের ছেলে প্রাইভেট কারের চালক আলমগীর হোসেন (৩৯), ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল হাইয়ের ছেলে আজাদ হোসেন (২৮) ও চাঁদপুরের আনোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩১)। এ ঘটনায় আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গতকাল রাত ১২টার দিকে পেঁয়াজবাহী একটি ট্রাক কাঞ্চন থেকে ভুলতার দিকে আসছিল। এ সময় ভুলতা থেকে আসছিল একটি প্রাইভেট কার। কাঞ্চন-কুড়িল সড়কের আমলাবো এলাকায় প্রাইভেট কারটির সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়।


স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। দুর্ঘটনার পর সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে তিনটার দিকে ভুলতা হাইওয়ে ক্যাম্পের সদস্যরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কারটি সরিয়ে নিলে আবার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।