রোহিঙ্গারা যে বার্মার নাগরিক তার অকাট্য প্রমাণ!

0
১৯৫৮ সালে বার্মার ইস্যুকৃত পাসপোর্টে রোহিঙ্গা পরিচয় লেখা

মায়ানমার সরকার ও সেনাবাহিনী এখনও বলে যাচ্ছে, আরাকানে এবং মায়ানমারে (বার্মায়) রোহিঙ্গা নাই। ছিলও না। রোহিঙ্গা নামে যারা আছে তারা বাঙালি/বাংলাদেশী। আন্তর্জাতিক সম্প্রদায়ও অনেকসময় এইরূপ প্রচারণা বিশ্বাস করে। কিন্তু নীচের ছবির পাসপোর্টটি কী প্রমাণ করছে দেখুন তো। কবে এই পাসপোর্ট ইস্যু করা হয়েছে? কে ইস্যু করেছে?

লক্ষ্য করুন..এখানে পাসপোর্টধারীর জাতিসত্তার পরিচয় স্পষ্টত বলা হচ্ছে ‘রোহিঙ্গা’। আর পাসপোর্টটি ইস্যু করা হচ্ছে বাংলাদেশ সৃষ্টির ১২ বছর আগে, ১৯৫৮ সালে। তবুও আরাকানের রোহিঙ্গা মুসলিমদের  নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে মিথ্যাচার করে যাচ্ছে বার্মার সরকার ও সেনাবাহিনী।

১৯৫৮ সালে বার্মার ইস্যুকৃত পাসপোর্টে রোহিঙ্গা পরিচয় লেখা

[তথ্যসূত্র : www.maungzarni.net]

লেখকঃ আলতাফ পারভেজ