রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য

0
বরিস জনসন

রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্য ও বাংলাদেশ একই ধরনের মনোভাব পোষণ করে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়  বাংলাদেশের  পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বরিস জনসন
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি গত কয়েক দশকের ভেতরে অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়।’  রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও  কিছু করার আছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে বরিস বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক কমিউনিটির আরও  বেশি মনোযোগী হওয়া উচিত।’ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী  বলেন, ‘আমরা চাই রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন।  আমি আগামীকাল (১০ ফেব্রুয়ারি)) কক্সবাজার যাচ্ছি রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য।’

বরিস জনসন শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় আসেন। তিনি ঢাকা থেকে মিয়ানমান ও পরে থাইল্যান্ডে যাবেন। তিনি বলেন, ‘বাংলাদেশ এবং যুক্তরাজ্যের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আমি একটি বার্তা দিতে চাই, আমরা যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাবো, তখন  বাংলাদেশের সঙ্গে বাণিজ্যসহ অন্যান্য সম্পর্ক আরও  বেশ জোরদার করবো। ’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।  বরিস জনসন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গণমাধ্যমের স্বাধনীতা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করেছি।’

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে কার্গো চলাচলের নিষেধাজ্ঞা বিষয়ে প্রশ্ন করা হলে এসময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক বলেন, ‘এটির কারিগরি দিক সম্পন্ন হয়েছে। এখন শুধু কার্গো নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ঘোষণাটি আসতে বাকি আছে। ’

প্রসঙ্গত, দুদিনের সফরে শুক্রবার বাংলাদেশে এসেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। আগামীকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) তিনি রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাবেন। সফর শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার ও থাইল্যান্ড সফর করার কথা রয়েছে।