রয় ম্যাজিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়!

0

ইংলিশ ওপেনার জেসন রয়ের দাপুটে ব্যাটিংয়ে ‘জিলেট ওডিআই সিরিজ ২০১৮’ এর প্রথম ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ইংল্যান্ড। টসে জিতে ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্টিভেন স্মিথের দলকে।

রান ১০ হতেই অজিরা খুইয়ে বসে ইনজুরি থেকে ফিরে আসা ডেভিড ওয়ার্নারের উইকেট। অধিনায়ক স্মিথ ক্রিজে থিতু হওয়ার আগেই ফিরে যান সাঝঘরে। ৭৮ রানের মাথায় ট্রাভিস হেড যখন আউট হন তখন আরেক প্রান্ত আগলে রেখেছেন এরন ফিঞ্চ। চতুর্থ উইকেট জুটিতে আসা মিচেল মার্শকে নিয়ে ফিঞ্চ নেমে গেলেন ইনিংস মেরামত করতে। ১১৮ রানের জুটি গড়ে ফিঞ্চ যখন আউট হন ততক্ষণে তার নামের পাশে জ্বলজ্বল করছিলো ১০৭ রান। শেশ দিকে মার্শ এবং স্টোইন্সের ঝড়ো ব্যাটিং এর সুবাদে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৩০৪ রান। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার লিয়াম ফ্লুঙ্কেট। ১০ ওভারে ৭১ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তিনি।

৩০৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জনি বেয়ারস্টো এবং নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে আসা আলেক্স হেলসের উইকেট হারিয়ে বিপাকে পরে যায় থ্রি লায়ন্সরা। অপর প্রান্তে অবশ্য ততক্ষণে রানের ঝড় বইয়ে দিচ্ছিলো জেসন রয়। তৃতীয় উইকেটে ক্রিজে আসা টেস্ট অধিনায়ক জো রুটকে সাথে নিয়ে জয়ের বন্দরে দ্রুত ছুটে যাওয়ার চেষ্টায় মত্ত ছিলেন জেসন রয়। অজি বোলারদের পাড়ার বোলার বানিয়ে অর্ধশতক তুলে নেন মাত্র ৩২ বলে। এরপর আর কোন থামাথামি নেই যেন তার। ১৮০ রানের অনবদ্য ইনিংস খেলে যখন আউট হলেন তখন ইংল্যান্ডের স্কোরবোর্ডে রান ২৮১। জয় থেকে মাত্র ২৬ রান দূরে। তাকে যোগ্য সঙ্গ দেয়া রুটও খেলেছেন ৯১ রানের ঝকঝকে ইনিংস। তবে জেসন রয়ের মত আউট হননি তিনি। মাঝখানে অধিনায়ক মরগান এবং জশ বাটলারের আসা-যাওয়ায় হয়ত কিছুটা বিরক্ত হয়েছিলেন জো রুট। কেননা বাকি ২৬ রান তুলতেও যে ইংল্যান্ডকে হারাতে হয়েছে তাদের উইকেট দুটি। শেষ পর্যন্ত মইন আলিকে নিয়েই ৭ বল বাকি থাকতে জয় নিশ্চিত করেন রুট।

স্কোরকার্ডঃ- অস্ট্রেলিয়াঃ ৩০৪/৭ (৫০ ওভার) ফিঞ্চ-১০৭, মার্শ – ৫০, স্টোইন্স – ৬০, প্লুঙ্কেট ৭১/৩, রশিদ – ৭৩/২; ইংল্যান্ডঃ ৩০৮/৫ (৪৮.৫ ওভার) রয় – ১৮০, রুট – ৯১*, স্টার্ক – ৭১/২, কামিন্স ৬৩/২

রিপোর্টঃ সাব্বির আকিব

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে