নাটোরের বড়াইগ্রামে র্যাব ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের আটক করে র্যাব।
আটকরা হলেন, পাবনা জেলার সাথিয়া উপজেলার গোপালপুর গ্রামের সোহরাব আলী মাস্টারের ছেলে এরশাদ আলী (৩৫) ও হলুদঘর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে সেলিম মোর্শেদ (৩৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. তোজাম্মেল হক ও নগর ইউনিয়নের চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালুর কাছ থেকে র্যাব পরিচয়ে চাঁদা আদায় করে এরশাদ আলী ও সেলিম মোর্শেদ। পরে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সালাম খানের কাছে চাঁদা দাবি করেন।
গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় র্যাব ও পুলিশের দুইটি ভুয়া আইডি কার্ড, নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ তাদের আটক করে। পরে বড়াইগ্রাম থানায় মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।