লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্যাহ ইউনিয়নের চরগজারিয়া গ্রামে মেঘনা নদীর জোয়ারের পানিতে রবিবার দুপুরে অজ্ঞাত এক শিশুর অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে। রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মরদেহটি কেউ উদ্ধার করেনি বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোয়ারে ভেসে আসা কচুরিপানার সঙ্গে শিশুটির মরদেহ আটকে ছিল। দুপুরে স্থানীয়রা দেখে রামগতি থানায় খবর দিলে পুলিশ বিষয়টি বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়িকে অবহিত করে। ২-৩ দিন আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন ওখানকার স্থানীয়রা।
এ বিষয়ে চর আবদুল্লাহ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর জানান, দুপুরের দিকে শিশুটির মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়।
এদিকে বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, চর আবদুল্লাহ উপজেলার নদী বেষ্টিত বিচ্ছিন্ন একটি এলাকা; যেখানে ট্রলারে করে যেতে হয়। তারা ঘটনাস্থল যাচ্ছেন। মরদেহটি উদ্ধারের পর বিস্তারিত জানাবেন।