লক্ষ্মীপুর জেলায় জিল্লুর রহিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া দলিল দেখিয়ে ২০০ একর জমি দখলের অভিযোগ উঠেছে। দখলে থাকা জমি পুনরুদ্ধারে মানববন্ধন করেছেন এলাকার ভুক্তভোগীরা।
রবিবার দুপুর ১২ঃ৩০ টায় দখল করা জমি উদ্ধারে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন লক্ষ্মীপুরের কুশাখালী ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ভুক্তভোগী পরিবারের লোকজন।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী আব্দুর রহমান জানান, ভুয়া দলিল দিয়ে জোর পূর্বক জমি দখল করে রাখা হয়েছে। আমরা আমাদের জমি ঠিকমত ফেরত চাই।
নয়ন বেগম নামে আরেক ভুক্তভোগী গণমাধ্যমকে বলেন, আমরা বিচার চাই। আমাদের অবস্থাটা তুলে ধরবেন আপনারা।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের অনেকে উপস্থিত ছিলেন।














