শুক্রবার রাত পৌনে ৮টার দিকে নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন মোল্লাকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, আন্ডারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামে নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
এছাড়া এ সময় হারুন মোল্লার ভাতিজা রমিজসহ (২২) আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু ভাতিজা রমিজের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতেএ পরিবার সূত্রে জানা যায়, প্রায় একবছর আগে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় ইউপি সদস্য মো. হিরন নিহত হওয়ার ঘটনার পর থেকেই হিরনের লোকজনের সঙ্গে হারুন মোল্লার বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যার পর নিহত হিরনের ছেলে রিয়াদ ও রিপনের নেতৃত্বে অস্ত্রধারীরা এ হত্যাকাণ্ড ঘটায়। এসময়ে সন্ত্রাসীরা হারুন মোল্লাকে কুপিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে।
এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে আমরা মর্গে পাঠিয়েছি।’