ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঘরের দরজা আটকে শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে ৬৫ বছরের এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
নিহত ছুলে বেগম (৬৫) উপজেলার বকশীমূল গ্রামের মইদুল ওরফে মজু মিয়ার স্ত্রী। ওই বৃদ্ধা স্থানীয় বাজারে পিঠা বিক্রি করে সংসার চালাতেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বকশীমূল গ্রামে নিজ ঘরে ওই বৃদ্ধা গায়ে আগুন দেন। পরে দুপুরের দিকে ঢাকায় নেয়ার পথেই তার মৃত্যু হয়।
এঘটনায় পুলিশ জানায়, সকাল ৯টার দিকে নিজ ঘরের দরজা আটকে ছুলে বেগম শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শরীরে আগুন জ্বলে উঠলে তিনি চিৎকার করতে শুরু করেন।পরে চিৎকার শুনে স্বজনরা দরজা ভেঙে ওই বৃদ্ধাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাস্তাতেই তার মৃত্যু হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, “পারিবারিক কলহের কারণে ওই নারী এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে, পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”