সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সকাল সাড়ে ৯টায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গত কিছু দিন ধরেই মহাসড়ক সংলগ্ন জাবির প্রধান ফটক ও জয় বাংলা গেটে সতর্ক অবস্থানে ছিলো সাভার ও আশুলিয়া থানার দুটি ইউনিটের পুলিশ।
কিন্তু আজ সকালে প্রায় এক হাজার শিক্ষার্থী একসঙ্গে স্লোগান দিয়ে জাবির প্রধান গেট দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠে এলে ভড়কে যায় তারা। এ সময় শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে হলুদ রঙের একটি জলকামান ফেলেই ঘটনাস্থল থেকে দ্রুতবেগে জাবির জয় বাংলা গেট হয়ে পালিয়ে যায় পুলিশ।
কিছুক্ষণ পর কিছু শিক্ষার্থী কোটা সংস্কারের স্লোগান দিয়ে জলকামানটির চাকার হাওয়া ছেড়ে দেয়।