চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৭৫ হাজার ভারতীয় সিগারেটসহ সুমন আলী (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মো. তৈফুর আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মির্জা সালাহ্উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ী গ্রামের জনৈক আজিজ আহম্মেদের বাড়ির সামনে অভিযান চালিয়ে ৭৫ হাজার ভারতীয় সিগারেটসহ মো. সুমন আলীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।