শুভ’র ২১ দিন

0

বাংলা চলচ্চিত্রে বডি ট্রান্সফর্মেশন একেবারেই অচেনা। সেই অচেনা জগতের সঙ্গে পরিচয় ঘটালো আরিফিন শুভ। ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের জন্য বডি ট্রান্সফর্মেশন করেছিলেন তিনি। দিন-রাত এক করে পরিশ্রম করেন। শরীরে আনেন নতুন লুক।

কিছু পেতে গেলে কিছু দিতে হয়। শরীরে নতুনত্ব আনতে গিয়ে পড়েন পায়ের ইনজুরিতে। ব্যথা প্রকট হলে এমআরআই করান। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর অধীনে চিকিৎসা নিচ্ছেন

এমআরআই রিপোর্ট হাতে পেলেন। চিকিৎসকরা বলছেন, থাকতে হবে তিন সপ্তাহের সম্পূর্ণ বিশ্রামে। সিনেমার শুটিং দূরে থাক, কোনো পরিশ্রম করা যাবে না।

এই তিন সপ্তাহ ডাক্তারের সান্নিধ্যে থেকে নিয়মিত থেরাপি নিতে হবে। এর পর বলা যাবে পরবর্তী অবস্থা। এমনটিই জানালেন ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশন হিরো শুভ।

এপ্রিল মাসে মুম্বাই থেকে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র ভারত অংশের শুটিং শেষ করে দেশে ফিরেন শুভ। এরপর কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। শুটিংয়ের অপেক্ষায় আছে ‘নূর’ সিনেমা।