আগামী ২১ জুলাই বিকেল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়ন ও অর্জনে অসাধারণ অবদান রাখার জন্য গণসংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ওবায়দুল কাদের এ তথ্য জানান।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, মানিকগঞ্জ, গাজীপুর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর ও মুন্সিগঞ্জের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলা-মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যদের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রীর অর্জনের মধ্যে সিডনি থেকে আন্তর্জাতিক লিডারশিপ অ্যাওয়ার্ড, পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি অর্জন রয়েছে। উন্নয়নশীল দেশে এগিয়ে যাওয়াও প্রধানমন্ত্রীর অর্জনগুলোর একটি।