সব শততম ম্যাচে জয়ের বিরল রেকর্ড টাইগারদের

0
সব শততম ম্যাচে জয়ের বিরল রেকর্ড টাইগারদের

২০০৪ সালে এক দিনের ক্রিকেটে ঢাকার মাটিতে ভারতকে ১৫ রানে হারায় বাংলাদেশ, যা এখনও অন্যতম বড়ো অর্জন হিসেবে স্বীকৃত। সেই খেলার মাহাত্ম্যের জায়গা বিস্তৃত, সেটি ছিল বাংলাদেশের শততম ওয়ানডে ম্যাচ।

২০১৭ সালে সাদা পোশাকে কলম্বোয় চাপের মুখে পরাজিত করে বাংলাদেশ। সেটি ছিল টাইগারদের শততম টেস্ট ম্যাচ। ২২ জুলাই ২০২১, প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে হেসেখেলে হারায় মাহমুদউল্লাহর বাংলাদেশ। সেটি ছিল ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে লাল সবুজের শততম ম্যাচ।

এর আগে শততম ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টিতে জয়ের বিরল কৃতিত্ব ছিল কেবল অস্ট্রেলিয়া ও পাকিস্তানের। তৃতীয় দল হিসেবে এই মাইলফলক স্পর্শ করলো ১০০ টি-টোয়েন্টিতে ৩৩টি জয় পাওয়া বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৩৩ জয় আসে ৬৫ পরাজয়ের বিপরীতে। দু’টো ম্যাচ ফলাফলবিহীন। এরই মাঝে এহেন অর্জন আসন্ন টি-টোয়েন্টি বিশ্ব আসরের আগে টাইগারদের মনোবল খানিক হলেও বাড়াবে নিশ্চয়ই।