শনিবার বিকেল ৪টা ৫৬ মিনিটে ডুবুরিদের সর্বশেষ তল্লাশির পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবোঝাই ট্রলারডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আফসার সায়মা।
তিনি সাংবাদিকদের জানান, ডুবুরির দল দিনভর উদ্ধার অভিযান চালানোর পর বিকেলে ডুবে যাওয়া ট্রলারের তলদেশে সর্বশেষ তল্লাশি করে। কিন্তু সেখানে কোনো মরদেহ পাওয়া যাওয়ায় ট্রলারটি নিরাপদ স্থানে রাখার পর উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
এদিকে শুক্রবার বিকেল সোয়া ৫টায় উপজেলার লইছকা বিলে এ ঘটনা ঘটার পর থেকে শনিবার পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২জনে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি বলে জানা যায়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান বলেন, ‘সব মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন বলেন, ‘জেলা সদর হাসপাতালে মরদেহগুলো আনার পর স্বজনরা প্রত্যেককে শনাক্ত করেন। পরবর্তীতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় দাফন-কাফনের জন্য প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেয়া হয়েছে।’