সম্পদের হিসাব দাখিল না করায় রানার ৩ বছরের কারাদণ্ড!

0

আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েস এই রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদের হিসাব দাখিল না করায় সাভারের ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রানা

এক সময়ের যুবলীগ নেতা রানাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই টাকা দিতে না পারলে আরও তিন মাস তাকে এ মামলায় জেলে থাকতে হবে।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে সোহেল রানার মালিকানাধীন বহুতল বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধসে পড়লে তা বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করে। ওই ভবনে থাকা পাঁচটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিকের মৃত্যু হয়।

ভবন ধসের পর পালিয়ে যাওয়া রানাকে চারদিন পর যশোর থেকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন অভিযোগে সে সময় রানার বিরুদ্ধে ছয়টি মামলা হয়, যার প্রথমটির রায় হল মঙ্গলবার।

রায়ের পর রানার আইনজীবী ফারুক আহম্মদ সাংবাদিকদের বলেন, সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের করা এ মামলায় রানাকে গ্রেপ্তার দেখানো হয় ওই বছর ২০ মে।

আজ রায়ে বলা হয়েছে, সাজার তিন বছর থেকে তার হাজতবাসকালীন সময় বাদ যাবে। সে অনুযায়ী তার আর নয় মাস সাজা খাটতে হবে। তবে এই রায়ের বিরুদ্ধেও আমরা আপিল করব।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে