সরকার নিজেরাই একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেঃ মির্জা ফখরুল

0
মির্জা ফখরুল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সম্ভাব্য রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার নিজেরাই একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। সরকার মানুষের ভেতরে ভীতি সৃষ্টি করার জন্য এসব করছে।‘ আজ মঙ্গলবার রাতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল
আন্দোলন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আমরা কি আগে থেকেই আন্দোলনে যাবো? আমরা কী রায় জানি? যারা রায় জানে তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় দেবেন বিশেষ আদালত। এ মামলার অন্যতম আসামি খালেদা জিয়া।

এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএন‌পির জ্যেষ্ঠ যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী আহ‌মেদ বলেন, ‘সরকার চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায় লিখে দিয়েছে, যার প্রস্তুতি নিতেই সভা-সমাবেশ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘আওয়ামী লীগ আজ থেকে সতর্ক, সজাগ থাকবে। জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজনে আওয়ামী লীগ পুলিশকে সহায়তা করবে।‘ তিনি বলেন, ‘দেশ তো শান্তিতে আছে। আমরা কেন গায়ে পড়ে অশান্তি ডেকে আনবো? পুলিশের প্রিজনভ্যানে হামলার মতো পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তবে তা পুলিশ মোকাবেলা করবে।’