সাতক্ষীরার কলারোয়া উপজেলায় করোনা আক্রান্ত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার উপজেলার ইলিশপুর গ্রামের একটি বাগান থেকে শেখ আজগর আলী (৫৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
আজগর আলীর ছেলে শেখ মামুন আসলাম বলেন, প্রায় ১৩ দিন আগে আজগর আলীর করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসায় ছিলেন। চিকিৎসাকালীন সময়ে একাকী থাকায় তার মধ্যে খিটখিটে ভাব দেখা যায়। এসময় তাঁর মধ্যে কিছুটা ক্ষোভও জন্ম নেয়।
শেখ মামুন আরো বলেন, শুক্রবার দিবাগত রাতে তাঁর বাবা বাইরে যাওয়ার পর বাড়িতে ফিরতে দেরি হওয়ায় সারা রাত খোঁজাখুঁজি করা হয়। পরে ফজরের নামাজের পর স্থানীয়রা তাঁর বাবাকে বাড়ির পাশের বাগানের একটি আমগাছে ঝুলতে দেখে খবর দেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি গাছ থেকে নিচে নামায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, লাশ ঝুলে থাকার খবর পাওয়ার পর থানার উপপরিদর্শক রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
এসময় ওসি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ খুঁজতে তদন্ত করা হবে। তবে মৃত ব্যক্তি একটি খামের ওপর চিরকুট লিখে গেছেন। চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ চিরকুটটি মৃত ব্যক্তির হাতের লেখা বলে শনাক্ত করা হয়েছে।