সাভার ও আশুলিয়ার বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কোথাও ১৬০ টাকার নিচে কাঁচামরিচ মিলছে না।
বিক্রেতারা বলছেন, পাইকারি আড়ত থেকে বেশি দামে কেনায় তারা ১৬০ টাকার নিচে মরিচ বিক্রি করতে পারছেন না।
জিরাবো মোল্লা মার্কেটের দোকানি মো. মমিনুল ইসলাম জানায়, ”১৬০ টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি করছি। আড়ত থেকে বেশি দামে কেনায় এর নিচে বিক্রি করলে লোকসানে পড়তে হবে।”
প্রায় ১২ বছর ধরে জিরাবো বাজারে কাঁচামাল বিক্রি করেন মানিকগঞ্জের কাউসার মিয়া। তিনি বলেন, সাধারণত বন্যা এবং খরা হলে কাঁচামরিচের দামে বাড়তে থাকে। অনেকসময় চারশ টাকা কেজি দরেও কাঁচামরিচ বিক্রি হয়। আবার সময়ে ১০ টাকা কেজিতেও বিক্রি হয়।
বেসরকারি চাকরিজীবী শরিফুল ইসলাম বলেন, “কাঁচামরিচ আগে কেনা হতো ৩০-৪০ টাকা কেজি। এখন কিনতে হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। এতো দাম হওয়ায় পরিমাণে কম কিনতে হচ্ছে।”