সাভারে সালেহপুর সেতুতে ফাটল

0

সাভারে ঢাকা-আরিচা মহাসড়েকের আমিনবাজার সালেহপুর সেতুতে ফাটল দেখা দিয়েছে। বর্তমানে সেতুটির মেরামত কাজ চলছে।


সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগীয় প্রকৌশলী শামীম আল মামুন বলেন, শুক্রবার (৩০ জুলাই) সকাল থেকে সেতুটির একটি অংশ দিয়েই চলছে যানবাহন। আগামী ৪ লদিন সেতুটির মেরামত কাজ চলবে।

সাভার ট্রাফিক পুলিশ জানিয়েছে, ফাটলের কারণে সেতুটির আরিচামুখী লেন দিয়েই সব ধরনের যান চলাচল করছে। তবে লকডাউনের কারণে তেমন কোনো জ্যাম নেই। সালেহপুর সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে ২য় সালেহপুর সেতু নির্মাণের কাজও করা হচ্ছে।